বীর মুক্তিযোদ্ধা, জয়িতা এবং লেখক দের সম্মাননা প্রদান করলেন ছায়ানীড়

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

বীর মুক্তিযোদ্ধা, জয়িতা এবং লেখকদের সম্মাননা প্রদান করলেন টাঙ্গাইলের ছায়ানীড় প্রকাশনী। সোমবার ( ১৫ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌরসভার মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, জয়িতা এবং লেখকদের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, অধ্যাপক ডাঃ রতন চন্দ্র সাহা, সাবেক শিক্ষা কর্মকর্তা জাকিয়া পারভীন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা শেফালী দাস, কবি ও লেখক নাহিদ হোসনা ও সাবেক যুগ্ম সচিব এম আফজালুর রহমান। ছায়ানীড়ের নির্বাহী পরিচালক লুৎফর রহমানের তত্বাবধানে সভাপতিত্ব করেন রাশিদা জেসমিন রোজী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তারুণ্য তাওহীদ।