বুধবার সংসদে বসছে নতুন অর্থবছরের বাজেট অধিবেশন

Spread the love

যুগধারা ডেস্ক :

জাতীয় সংসদের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশন বসছে আগামীকাল বুধবার (৩০ মে)। এদিন বিকেল ৫টায় শুরু হতে যাওয়া অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত ১৪ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেন। এটি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। 

এদিকে এই অধিবেশন শুরুর আগে বিকাল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকে বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার ঘণ্টা, বাজেট পাসের দিনক্ষণসহ অধিবেশনের মেয়াদ ঠিক করা হবে।

সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১ জুন নতুন অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার হতে যাচ্ছে প্রায় ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা।

অধিবেশনের প্রথম দিন শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম স্থগিত করে বৈঠক মুলতবি করা হবে। 

এর আগে সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হবে এবং প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হবে।

যুগধারা ডট টিভি/অন্তু