ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাংগাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা ডিগ্রী কলেজ এর এডহক কমিটির উপস্থিতিতে ৬ অক্টোবর সকাল ১১ঘটিকার সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন ব্রাহ্মণ শাসন মহিলা ডিগ্রী কলেজ এর ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোবাশ্বের আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত কলেজের এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান (শাহীন), সদস্য মোঃ শহিদুল ইসলাম (বাদল), শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ সোহেল আকন্দ ।
দায়িত্বভার গ্রহণের পর সকল শিক্ষকদের উদ্দেশ্য এডহক কমিটির সভাপতি মোহাম্মদ শাহিনূর রহমান( শাহীন) বলেন আধুনিক শিক্ষার উন্নত মান রক্ষার্থে শিক্ষকগণ অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রতি শতভাগ মনোযোগী হয়ে কাজ করতে হবে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল শিক্ষা প্রতিষ্ঠান বানাতে চাই। যাতে আমাদের সামাজিক গ্রহণ যোগ্যতা বাড়ে এবং শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আগ্রহী হয় ।