ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ভূঞাপুর থানা পুলিশ ভূঞাপুর দেওয়ান বাড়ি ইসলামী কিন্ডারগার্টেনের পাশের ড্রেন থেকে রবিবার (১৫ ডিসেম্বর) পুলিশের ২ টি পোষাক উদ্ধার করেছে।
তৌফিকুর রহমান নামে একজন পথচারী বেলা ৩ টার দিকে ভূঞাপুর দেওয়ান বাড়ি ইসলামী কিন্ডারগার্টেনের পাশের ড্রেনে রাজশাহী রেঞ্জের ব্যাচের পুলিশের ২ টি পোষাক দেখতে পায়। বিষয়টি সুজন (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি সন্তোষ দত্তকে জানানো হয়।
সুজন সভাপতি বিষয়টি ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিমকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় পুলিশের নীল শার্ট এবং পেস্ট কালারের শীতের জ্যাকেট উদ্ধার করে। জ্যাকেটের ভেতরে নবীন নাম লিখা ছিল ও পোশাকে রাজশাহী রেঞ্জের ব্যাচ লাগানো ছিল।
থানা অফিসার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিমকে জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় পুলিশের ১টি নীল শার্ট এবং ১টি পেস্ট কালারের শীতের জ্যাকেট উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।