ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী জমির উদ্দিনের ছেলে মোঃ ইদ্রিস আলী ও প্রতিবন্ধী ফেরদৌস সেখ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন- আমরা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের স্থায়ী বাসিন্দা। গোবিন্দাসী মৌজার বি,আর,এস ৩২২ নং দাগের ০৯ শতাংশ জমি আমাদের পিতা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘ ৫০ (পঞ্চাশ) বৎসর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসতেছে। কিন্তু গত দুই বৎসর যাবত উক্ত ভূমিতে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র প্রভাবশালী দুই নেতা মাকসুদ জামিল মিন্টু ও মোঃ আব্দুল আল মামুনের নেতৃত্বে কিছু ব্যক্তিগণ গায়ের জোরে উক্ত ভূমি দখলে আছে।
আমরা জমিতে দখল করতে গেলে আমাদের মেরে ফেলার হুমকী দেয়। আমরা একাধিকবার দখলে যেতে চেয়েও তাদের ভয়ে দখলে যেতে পারিনাই। পরে আমরা স্থানীয় চেয়ারম্যান বরাবর আবেদন করি। কিন্তু তাতেও কোন কাজ হয়নি বরং আমাদের আরোও ভোগান্তির শিকার হতে হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ফেরদৌস সেখ বলেন- জমি দখলের পর আমরা থানায় একটি মামলা দায়ের করি। তারপর থেকে আমাদেরকে কয়েক দফায় মারপিট করে এবং মামলা উঠিয়ে নেয়ার জন্য বলপ্রয়োগ করতে থাকে। কোন উপায় না দেখে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেই। এখন সংবাদ সম্মেলন পরবর্তীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তারা।