ভূঞাপুরে স্মরণ সভা

Spread the love

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সদ্য প্রয়াত বিএনপি নেতা ছাব্বিশা গ্রামের কৃতি সন্তান রফিকুল ইসলামের স্মরণ সভা শনিবার (৯ নভেম্বর) ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন।

বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, লাল মাহমুদ খান, কামাল হোসেন খান, মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।