মধুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

Spread the love

হাবিবুর রহমান ঃ টাঙ্গাইলের মধুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে মধুপুর প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ উপকরণ বিতরণ করে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন,মধুপুর উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা প্রতিবন্ধি ও সেবা কেন্দ্রের জামালুল করিম, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, গোপালপুরের মানবাধিকার কর্মী আজমল খান প্রমুখ। পরে মধুপুর, ধনবাড়ী,ঘাটাইল ও গোপালপুর উপজেলার ৩০ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ৫ জনকে কানের মেশিন প্রদান করা হয়।