মধুপুর প্রতিনিধি ঃ মধুপুরে মুজিব শতবর্ষের পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দীঘিরপাড় আশ্রায়ন প্রকল্পে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ী আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগানের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহে বাস্তবায়িত পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন ও আশ্রায়নবাসীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো. আকরাম হোসেন চৌধুরী, উপ-প্রকল্প পরিচালক আ. কাদের আজাদ, টাঙ্গাইলের অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার শাকুরা নান্নী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহরীয়ার আক্তার প্রমূখ। এ সময় আশ্রায়নবাসীরা উপস্থিত ছিলেন। পরে আশ্রায়নের পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করা হয়।