মধুপুরে যক্ষা ও কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

নাজিবুল বাশার :

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা যক্ষা ও কুষ্ঠ বিভাগের উদ্যোগে সচেতনামূলক আলোচনা ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুলের শিক্ষক, চিকিৎসক ও গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে যক্ষা ও কুষ্ঠ রোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান। প্রধান আলোচক টিএলসিও প্রবাল কুমার সরকার, অনুষ্ঠান সঞ্চালনা করেন, টিএলসিও আহসান হাবিব।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। বক্তাগণ জানান, আমাদের দেশে ৩% মানুষ যক্ষায় আক্রান্ত। প্রতি বছর দেশে ৬৫ হাজার মানুষ মারা যায়। তার মধ্যে শিশুর সংখ্যা ১২ হাজার। দুই সপ্তাহের বেশি সময় জ্বর, শরীরের ওজন কমা, ক্ষুধামন্দা ও রাতে শরীর ঘেমে গেলে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে পরীক্ষা করার পরামর্শের কথা বলা হয়।

আগের দিনে বলা হতো ‘যক্ষা হলে রক্ষা নাই’ কিন্তু এখন বলা হয় ‘চিকিৎসায় যক্ষা ভালো হয়।’ রোগ ধরা পরলে ৬ মাস থেকে ১ বছর অথবা কোনো ক্ষেত্রে ১৮ মাস সময় নিয়মিত চিকিৎসা নিলেই যক্ষা ভালো হয়। রোগীকে হাসপাতাল থেকে সমস্ত অষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে। সভায় আলোচকগন যক্ষা ও কুষ্ঠ রোগের ভয়াবহতা এবং এর প্রতিকার নিয়ে বিশদভাবে আলোচনা করেন।