মধুপুরে রেজিষ্ট্রশন প্রাপ্ত মধুপুর বণিক সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত

Spread the love

মধুপুর প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের মধুপুরে বণিক সমিতির উপদেষ্টা পরিষদ, কার্যকরী পবিষদের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর শনিবার সন্ধ্যায় মধুপুর বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর বণিক সমিতির সভাপতি নূরুল আলম খান রাসেল। সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মহিষমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম ছামদানী, ডা. আব্দুর রহিম, অধ্যাপক সিরাজুল ইসলাম আজাদ, আব্দুল কাদের বকুল, আনোয়ার হোসেন, সদস্য ফজলুল হক মনি, রেজাউল করিম, শেখ ফরিদ প্রমুখ। সভায় মধুপু বণিক সমিতির সভাপতি নূরুল আলম খান রাসেল বলেন, সংগঠনটি রেজিষ্ট্রেশন প্রাপ্ত। যার রেজি নং- ঢাকা ৫৭৯০। প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে সুন্দর সুষ্ঠু ভাবে বণিক সমিতি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বণিক সমিতির উপদেষ্টা মন্ডলী ও কার্যকরী কমিটির সদস্য সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।