কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নানাবিধ সমস্যা এবং সমাধান বিষয়ক আইন শৃঙ্খলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা এর সভাপতিত্বে উপজেলা পাইকড়া স্কুল মাঠে বুধবার (৬ নভেম্বর ) বিকেল ৫ টায় এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া ।
এসময় সঞ্চালন ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক ও পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণত সম্পাদক জসিম খান, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ (নয়া), পাইকড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, মো:মমিনুর রহমান মোমেন, শিক্ষক প্রতিনিধি জহিরুল ইসলাম,
পাইকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য তোফাজ্জল হোসেন (তোফা) প্রমুক। এসময় ইউনিয়ন বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।