মির্জাপুর সাংবাদিক সংস্থার কমিটি গঠন

Spread the love

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুরে আগামী (২০২৩-২৪) দুই বছরের মেয়াদে মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের ১৫ সদস্যের মতামতের ভিত্তিতে সোমবার (০৯ জানুয়ারি) ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হয়েছেন দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি অবজারভার পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. জোবায়ের হোসেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাইয়ুম মিয়া ( নিউজ টাঙ্গাইল), যুগ্ম সম্পাদক মিনহাজ মিয়া( দৈনিক আলোকিত বাংলাদেশ),সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন ( আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ), রাব্বি ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর) , কোষাধ্যক্ষ শামীম মিয়া (দৈনিক বাংলাদেশ বুলেটিন),কার্যকরি সদস্য রুবেল মিয়া(দৈনিক যুগধারা), কার্যকরি সদস্য হাসান শাহরিয়ার ( দৈনিক জনতা)।
সংস্থার অন্য সদস্যরা হলেন, সাদ্দাম খান ( স্টাফ রিপোর্টার- দৈনিক সংবাদ), আহমেদ হৃদয় (স্টাফ রিপোর্টার-দৈনিক আমার সংবাদ), বশির আহমেদ(ফোকাস বিডি ২৪ ডট নেট),নাজিম উদ্দিন(সময় সংবাদ বিডি ডট কম),সাইফুল ইসলাম(তরঙ্গ নিউজ),শেখ নাসির উদ্দিন(স্টাফ রিপোর্টার-বাংলাদেশ টাইমস)।
সংগঠনের সবার সহযোগিতায় সু-সাংবাদিকতার মাধ্যমে মির্জাপুরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন।