মির্জাপুরে ঐতিহ্যবাহী বরাটি স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

Spread the love

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোবারক হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি এডভোকেট মো. মুজিবুর রহমান ও সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় সংগীত উত্তোলন, প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন, দোয়া মাহফিল, ৯২ ব্যাচের শিক্ষার্থীদের ফুল, টি-শার্ট, ক্রেস্ট ও নানা উপটোকন দিয়ে বরণ, শিক্ষকদের উপহার সামগ্রী বিতরণ, স্মৃতি চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে রাত পর্যন্ত চলে অনুষ্ঠান।

মোবাইলঃ ০১৭১৩-৫৪২২৭৫/ তারিখঃ ০৮-০১-২০২৩