মির্জাপুরে কিশোর গ্যাং এর হামলায় গুরতর আহত এসএসসি পরীক্ষার্থী

Spread the love

মোঃ রুবেল মিয়া :

টাঙ্গাইলের মির্জাপুরে কিশোর গ্যাং এর হামলায় গুরতর আহত এসএসসি পরীক্ষার্থী শিমুল (১৭)। সে মির্জাপুর পৌরসভা ৫ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানি পূর্বপাড়া এলাকার শওকত শিকদারের ছেলে বলে জানা গেছে।

আহত শিমুলের বাবা ও তার বড় ভাই বিপুল সিকদার জানান, এ বছর দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে
এসএসসি পরীক্ষা দিচ্ছে শিমুল।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে ব্যবসায় শিক্ষা বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের সেতুতে পৌঁছালে ৭টি মোটরসাইকেলে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা অতর্কিতভাবে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এতে শিমুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে ওই স্থান থেকে শিমুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ সংবাদটি লেখা পর্যন্ত তথ্যে, এ বিষয়ে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো.আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনার সংবাদ পেয়েছি। এখনো অভিযোগ পাইনি লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

যুগধারা ডট টিভি/অন্তু