মির্জাপুরে জিপিএ-৫ এর শীর্ষে এস কে পাইলট

Spread the love

স্টাফ রিপোর্টার এবারের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ এর শীর্ষস্থান অর্জন করেছে মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে কৃতকার্য হওয়া ৩১৯ পরিক্ষার্থীর মধ্যে ১০৪ জনই জিপিএ-৫ পেয়েছেন। প্রতিষ্ঠানটিতে মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৩২ জন। সে হিসেবে গড় পাসের হার ৯৬.০৮ শতাংশ। এছাড়া প্রতিষ্ঠানটির বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ( ভোকেশনাল) থেকে জিপিএ-৫ পেয়েছেন আরও ১৮ জন।

যেখানে মোট ১০৯ পরিক্ষার্থীর মধ্যে ৯৭ জন পাস করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সরবরাহ করা তথ্য মতে, এসএসসিতে উপজেলার ৫২ প্রতিষ্ঠান থেকে অংশ নেন ৫ হাজার ৬শত ৯৪ জন শিক্ষার্থী। যেখানে গড় পাসের হার ৮৭.৭১ শতাংশ। দাখিলে ১৪ প্রতিষ্ঠান থেকে অংশ নেন ৩৪৭ জন শিক্ষার্থী। যেখানে গড় পাসের হার ৯৫ শতাংশ। ভোকেশনালে ৭ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেন ৩৪৪ জন শিক্ষার্থী এবং যেখানে গড় পাসের হার ৯১.২৮ শতাংশ। তবে এসএসসিতে অংশ নেয়া ৫২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে টাকিয়া কদমা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের কোন পরিক্ষার্থী ছিলোনা। এছাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মির্জাপুর ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫ ও ভারতেশ্বরী হোমস শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে। দাখিলে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে উপজেলার ৫ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এবং ভোকেশনালে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে ১টি প্রতিষ্ঠান।

মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এমন ফলাফলে আমিসহ প্রতিষ্ঠানের সবাই অনেক খুশী। আগামীতে আমাদের প্রতিষ্ঠানের ফলাফল আরও ভাল হবে আশা রাখি।