স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বৃদ্ধ হাসান মিয়া হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর উপজেলার সরিষাদাইর গ্রামের মৃত নফেজ উদ্দিনের মেয়ে নিলুফা বেগম (৩০) ও মৃত ফালু হাজীর ছেলে আমির হামজা (৩৫)।
র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, হাসান মিয়ার মেয়ে রুবিনা আক্তারের সঙ্গে তার স্বামীর ছোট ভাই সজল মিয়ার বিরোধ হয়। গত ৩১ মার্চ বিরোধ সমাধানে রুবিনার শ্বশুরবাড়ি যান হাসান মিয়া।
এ সময় ওই বাড়ির লোকজন হাসান মিয়াকে মারধর করে। একপর্যায়ে হাসান মিয়া অচেতন হয়ে যান। পরে তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় হাসান মিয়ার ছেলে রাকিব মিয়া বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পলাতক আসামি নিলুফা ও আমির হামজা অবস্থান শনাক্ত করে।
শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার হিজলতলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে আসামিদের মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু