শহীদ মিনারে নায়ক ফারুককে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Spread the love

যুগধারা ডেস্ক :

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সংসদ সদস্য, চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদে শহীদ মিনারে নেওয়া হয়। দুপুর ১টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এরপর এফডিসিতে জানাজার পর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে আরেক দফা জানাজার পর দাফনের জন্য মরদেহ নেওয়া হবে গাজীপুরের কালীগঞ্জে।

ফারুকের ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

কিংবদন্তি এই অভিনেতার মরদেহ আসার খবরে ১১টার আগেই বহু মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। হাতে ফুল দিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের অপেক্ষায় থাকেন তারা। অ্যাম্বুলেন্সটি আসা মাত্রই সেটিতে ঘিরে ধরেন। পরে মরদেহ নামিয়ে আনা হলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হচ্ছে।

যুগধারা ডট টিভি/অন্তু