শুটিংয়ে আহত দেব, শঙ্কা মুক্ত অভিনেতা

Spread the love

যুগধারা ডেস্ক :

দোলের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন। আর সেই ছবি দিয়েই অনুরাগীদের চিন্তায় ফেললেন দেব। তাকে নিয়ে এক প্রকার উদ্বিগ্ন হয়ে পড়লেন সকলেই।

জানা গেছে, ‘বাঘাযতীন’ সিনেমার শুটিংয়ে রয়েছেন। সেখানেই সহ-অভিনেতা এবং সিনেমার কলাকুশলীদের সঙ্গে দোল উদযাপন করেছেন সাংসদ-অভিনেতা। অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। অভিনেতার পাশেই ছিলেন শোয়েব কবীর এবং রোহন ভট্টাচার্য। কিন্তু দেবের পোস্ট করা ছবিতে দেখা যায়, তার চোখে ব্যান্ডেজ। অনুরাগীরা জানতে চান কী হয়েছে দেবের। এ বিষয়ে যদিও এখনও পর্যন্ত কোনও মন্তব্য় করেননি অভিনেতা।

তবে জানা গেছে, ‘বাঘাযতীন’-এর শুটিং চলাকালীন চোখে আঘাত পান দেব। অবশ্য দোলের ছবিতে তার হাসিমুখ দেখে অনুমান করা যায়, আপাতত ভালোই আছেন অভিনেতা।

স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধয়ায়ের ভূমিকায় অভিনয় করছেন দেব। ‘বাঘাযতীন’ পরিচালনার দায়িত্বে অরুণ রায়। ৭৪তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশ্যে আসে সিনেমাটির প্রথম লুক। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়