জুয়েল রানা:
সখীপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে ৫দিন ব্যাপী এ কর্মসূচির চুড়ান্ত পর্ব শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ঝিল্লুর রহমান আনম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সখীপুর শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম, সখীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইয়ুম হোসাইন, শান্তিকুঞ্জ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া, সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কুদ্দুস মিয়া (শাওন), উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অ্যাথলেটিকস উদযাপন কমিটির সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।