শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাগরপুর উপজেলা আ’লীগের বিক্ষোভ

Spread the love

নাগরপুর প্রতিনিধি :

তথাকথিত বিএনপি’র নেতা প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাগরপুর উপজেলা আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা আ.লীগের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মারক ৭১ এ গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও সদস্য যুব ও ক্রীড়া উপকমিটি তারেক শামস খান হিমু, সাবেক টাঙ্গাইল জেলা আ.লীগ সদস্য মো. দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আব্দুল আলীম দুলাল, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক বি. এম. এম জহুরুল আমীন, তথ্য ও গবেষনা সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগমসহ, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা, ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও বিভিন্ন অঙ্গ-সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্বেই সঠিক পথে ও অপ্রতিরোধ্য অগ্রগতির দিকে এগিয়ে চলছে লাল-সবুজের বাংলাদেশ।

আজ বিশ্ব দরবারে বাংলাদেশ রোল মডেল। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা এগোলে বাংলাদেশ এগোবে। শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের আমরা রুখে দেব। এই সীমা লঙ্ঘনকারীকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

যুগধারা ডট টিভি/অন্তু