সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বাজেট ঘোষণা করা হয়।
পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এই অর্থ বছরের ৩৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪৮১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এতে ব্যয় ধার্য করা হয় ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪শ ৮১ টাকা এবং স্থিতি ২ কোটি টাকা।
বাজেট ৩৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪৮১ টাকা। এর মধ্যে রাজস্ব খাত ও সরকারি অনুদান আয় ৭ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪শ ৮১ টাকা, সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ও গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোতে ২ কোটি, জলবায়ু প্রকল্পে ৬ কোটি, পৌরসভা উন্নয়ন অবকাঠমো ১৬ কোটি ও কভিড-১৯ রেসপন্স ৪ কোটি টাকা আয় ধরা হয় ।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্যানেল মেয়র মো. বিল্লাল শিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, পৌর সচিব কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হক, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।