সখীপুরে গুড নেইবারসের উদ্যোগে  বিশ্ব হাত ধোয়া দিবস পালন 

Spread the love
সখীপুর (টাংগাইল) প্রতিনিধি :
গুড নেইবারস বাংলাদেশ সখীপুর (সিডিপির) উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে ।  মঙ্গলবার  (১৫ অক্টোবর ) সকালে উপজেলার  কালিয়ানপাড়া সিডিপি প্রাঙ্গণে এ দিবস পালিত  হয়।
সখীপুর সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিপি প্রোগ্রামের স্বাস্থ্য কর্মকর্তা বিদ্যুৎ চন্দ্র নাথের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুন আকসি সামি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শিক্ষার্থীরা কখনোই ফলাফল করতে পারবে না।তিনি আরও বলেন হাত না ধোয়ার কারণে আমাদের শরীরের অসংখ্য রোগ হয় । তিনি  যথাযথ ভাবে হাত ধোয়ার জন্য সবাইকে অনুরোধ করেন।
আলোচনা শেষে আশা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয় এবং  স্বাস্থ্য কর্মকর্তা সবাইকে নিয়ে হাত ধোয়ার নিয়ম কানুন ভালো ভাবে দেখিয়ে দেন।