সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যোৎস্না আক্তর জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষক যাচাই বাছাই কমিটি জ্যোৎস্নাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন বলে বুধবার সন্ধ্যা রাতে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এর আগে তিনি উপজেলায় পর্যায়ে ২০২২,২৩ ও ২৪ সালে পরপর তিনবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হোন। তিনি উপজেলার কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জ্যোৎস্না আক্তার শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবেও নির্বাচিত হয়েছিলেন বলে জানায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জানা যায়, টাঙ্গাইলের প্রত্যেক উপজেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ স্কুল, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জেলা পর্যায়ে পাঠায়। জেলা যাচাই বাছাই কমিটি তাদের পুনরায় পরীক্ষার মাধ্যেমে জেলায় শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে। সেই বিশ্লেষণে জ্যোৎস্না আক্তার টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন।
সহকারী শিক্ষক জ্যোৎস্না আক্তার বলেন, শিক্ষক হিসেবে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কাজের মূল্যায়নের প্রক্ষিতে আমি জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত।
কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিরাজ জানান, জ্যোৎস্না আক্তার এই স্কুলে যোগদান করার পর থেকেই আমি লক্ষ্য করেছি সে যথেষ্ট যত্নশীল ও দায়িত্বশীল শিক্ষক। শিক্ষার্থী ও অভিভাবক সাথে তার ভালো একটা সুসম্পর্ক। সে জেলায় শ্রেষ্ঠ ও উপজেলায় পরপর তিনবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া আমরা খুবই আনন্দিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এ বছরেও কাজের মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে একটি শ্রেষ্ঠ স্কুল, একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক ও একজন সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচন করা হয়। তাদের আবার জেলায় যাচাই বাছাই করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়। সেখানে সখীপুর থেকে জ্যোস্না আক্তার জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছে।