সখীপুরে সড়কে ঝড়ল কলেজ ছাত্রের প্রাণ

Spread the love

সখীপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র খন্দকার রাকিব মিয়া(১৮) নিহত। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বড়চওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খন্দকার রাকিব মিয়া উপজেলার কালিয়া ধলিপাড়া গ্রামের খন্দকার তুলা মিয়ার ছেলে। সে ঢাকার তেঁজগাও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আহত রাহাত মিয়া একই এলাকার ঈমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সখীপুর-সাগরদিঘী সড়কে মোটরসাইকেলটি বড়চওনা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বাস চাপ দেয়। এতে ঘটনাস্থলেই চালক রাকিব মিয়া মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাহাতকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি খুবই দুঃখজনক। এ ধরণের অকাল মৃত্যু মেনে নেওয়া যায়না। বেপরোয়া গাড়ি চালানো এসব দুর্ঘটনার কারণ। বাবা-মাদের আরও সর্তক হওয়া দরকার।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রাকিবের মৃত্যুতে পরিবার, বন্ধুমহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।