সরিষাবাড়ীর মেয়ে রাশিদা ফেরদৌস এনডিসির পিএইচডি ডিগ্রি লাভ

Spread the love

মোস্তাক আহমেদ মনির:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও সরিষাবাড়ী উপজেলার কৃতি সন্তান রাশিদা ফেরদৌস এনডিসি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর মোঃ আবদুল মাননান ও ড. নাসিম আখতার হোসাইন এর তত্ত্বাবধানে তিনি গবেষণা করেন। তাঁর অভিসন্দর্ভের বিষয়ঃ ঘধঃরড়হধষ ডড়সবহ উবাবষড়ঢ়সবহঃ চড়ষরপু ওহ ইধহমষধফবংয : অহ ঊাধষঁধঃরড়হ. গত ২০২২ সালের ৮ ডিসেম্বর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩১০ তম সভায় এ সিদ্ধান্ত হয় ।

পরিবার সুত্রে জানা যায়, ড. রাশিদা ফেরদৌস এনডিসি সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালীপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি আব্দুস সামাদ সরকার ও জরিনা সামাদ এর কন্যা।

ড. রাশিদা ফেরদৌস এনডিসি মালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, পোগলদিঘা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরিষাবাড়ি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০১২ -১৩ সালে চীন সরকারের ঝপযড়ষধৎংযরঢ় নিয়ে চীনের – ঈড়সসঁহরপধঃরড়হ টহরাবৎংরঃু ড়ভ ঈযরহধ, ইবরলরহম থেকে ওহঃবৎহধঃরড়হধষ ঈড়সসঁহরপধঃরড়হ বিষয়ে ২য় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী লাভ করেন। ২০১৮ সালে ঘধঃরড়হধষ উবভবহপব ঈড়ষষবমব থেকে ঘউঈ কোর্স সম্পন্ন করেন।

রাশিদা ফেরদৌস ১১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লা, গাজীপুর জেলায় ১ম শেনীর ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন। সহকারী কমিশনার (ভুমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতা,সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে তিন বছর সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে দক্ষতা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনিএক মেয়ে ও এক ছেলের জননী। মেয়ে ক্যাপ্টেন ফারিহা বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরত এবং রোহান এ লেভেলে অধ্যয়নরত। তাঁর স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা।