যুগধারা ডেস্ক :
যুদ্ধসংকুল সুদান থেকে বাংলাদেশে ফিরতে এ পর্যন্ত ৭০০ বাংলাদেশি রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এসব তাদের ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া সুদানে অবস্থানরত অনেক বাংলাদেশি এখনো রেজিস্ট্রেশন করেননি বলেও জানান তিনি।
রোববার (৩০ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সুদানে অবস্থানরত ১ হাজার ৫০০ বাংলাদেশির মধ্যে প্রায় ৭০০ জন রেজিস্ট্রেশন করেছেন। তাদের ফিরিয়ে আনতে আগামী ২ বা ৩ মে প্রথম দল পৌঁছাবে পোর্ট সুদানে। এ সময় সুদানে অবস্থানরত অন্য বাংলাদেশিদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যারা পার্শ্ববর্তী দেশের কোম্পানিতে চাকরিরত তাদের বেশির ভাগই সৌদি আরব এসে পৌঁছেছেন। আবুধাবিতেও একজন এসে পৌঁছেছেন। তিনজনকে সোমবার দেশে নিয়ে আসা হবে। সুদান থেকে বের হয়েছেন এখন পর্যন্ত ৩৫ জন।
প্রতিমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন। তারা টানা ইন্টারনেট যোগাযোগ রাখতে পারছেন না। এ সময় হটলাইনে বাংলাদেশ থেকে কল না দিতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
শাহরিয়ার আলম বলেন, সৌদি আরব ও ইন্দোনেশিয়া সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহায়তা করছে।
এ দিকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে গত দুই সপ্তাহে প্রাণ হারিয়েছেন প্রায় ৫০০ জন। হামলা হয়েছে দেশটির বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসায়ও। নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন দেশটিতে অবস্থানরত দেড় হাজার বাংলাদেশি। আটকেপড়া অনেক বাংলাদেশি পানি ও খাদ্য সংকটে রয়েছেন বলেও জানা গেছে বিভিন্ন সূত্রে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আটকেপড়া বাংলাদেশিদের প্রথমে খার্তুম থেকে পোর্ট সুদান এবং সেখান থেকে পোর্ট জেদ্দায় নেয়া হবে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের কয়েকটি ফ্লাইটে তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের এরই মধ্যে খার্তুম এবং এর আশপাশের শহর থেকে ৮৫০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে পরিবহনের জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছেন সুদানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
এ দিকে বাংলাদেশিদের পোর্ট সুদান থেকে পোর্ট জেদ্দায় নেয়ার জন্য সৌদি সরকার বিনামূল্যে নৌবাহিনীর জাহাজ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু