সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

Spread the love

যুগধারা ডেস্ক :

সংঘাতে জর্জরিত সুদান থেকে সৌদির জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার (১২ মে) সকাল ৯ টায় তারা দেশে ফেরেন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

জানা গেছে, দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রথমে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের সৌদির জেদ্দায় নিয়ে আসা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ৫১ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। এরপর এদিন সন্ধ্যায় কাতার এয়ারওয়েজে ৫৪ জন এবং রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও ৭৫ জন বাংলাদেশি দেশে ফিরেন।  একইভাবে সুদান থেকে জেদ্দা হয়ে ৮ মে প্রথম দফায় ১৩৬ জন বাংলাদেশি বিমানের ফ্লাইটে দেশে ফিরেছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। দেশটিতে অন্তত দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন।

যুগধারা ডট টিভি/অন্তু