সুদান থেকে বাংলাদেশীদের দ্রুত ফিরিয়ে আনার আহ্বান রওশন এরশাদের

Spread the love

যুগধারা ডেস্ক :

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশীদের উদ্ধার করে নিরাপদে  দেশে দ্রুত ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন। বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলম মসীহর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বেগম রওশন এরশাদ  বলেন, গত ১৫ এপ্রিল থেকে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে অনেক বাংলাদেশী আটকা পড়েছে। বিরোধী দলীয় নেতা বিবৃতিতে অবিলম্বে তাদের সেখান থেকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা, খাবার পরিবেশন করা এবং নিরাপত্তার সাথে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

যুগধারা ডট টিভি/অন্তু