সুলতান সালাউদ্দিন টুকু’কে গ্রেফতারের প্রতিবাদে টাঙ্গাইলে মহিলাদলের বিক্ষোভ

Spread the love

মুক্তার হাসান ঃ গত শনিবার রাতে বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে সাভারের আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’কে গ্রেফতারের প্রতিবাদে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল মহিলাদল। সোমবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর বাইপাসে জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিমের নির্দেশনায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আশেকপুর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে আশেকপুর এলাকায় এসে শেষ হয়।

এসময় অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর নিশ্বর্ত মুক্তির দাবি জানান মহিলাদল নেতৃবৃন্দরা। অন্যথায় রাজপথে কঠোর অন্দোলনের হুশিয়ারী প্রদান করেন তারা। মিছিলে উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমা পারভীন, কালিহাতী উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি রহিমা আক্তার, শহর মহিলাদলের সাধারন সম্পাদক নাসরিন আজাদ, শহর মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সোনিয়া হামজা ও সদর থানা মহিলাদলের যুগ্মসম্পাদক পারুল আক্তার, মধুপুর মহিলাদল নেত্রী সোনিয়া আক্তার ও এলেঙ্গা পৌর মহিলাদল সভানেত্রী মমতাজ পারভীন প্রমূখ। এছাড়া মহিলাদলের অন্যন্য নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।