১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী

Spread the love

হাবিবুর রহমান:
টাঙ্গাইলের অন্যতম চিকিৎসা সেবায় প্রথম স্থান ও দেশের যৌথভাবে শীর্ষস্থান অর্জনকারি ১০০ বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন টাঙ্গাইল -১ (মধুপুর – ধনবাড়ি) জাতীয় সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় কৃষি মন্ত্রী এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। কৃষিমন্ত্রী, স্বাস্থ্য কমপ্লেক্সের পানির ফোয়ারা, গেইট নির্মাণের স্থান ও জরুরি বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় চিকিৎসক দের মধ্যে উপস্থিত ছিলেন ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল মান্নানসহ অন্যান্য চিকিৎসক, নার্সরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী হাসপাতাল ফটকে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান জানান,স্বাস্থ্য কমপ্লেক্স কে এগিয়ে নিতে তারা নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছে। জনবল ও চিকিৎসক কম নিয়েও সেবার মান বাড়িয়ে যাচ্ছে। জনবল নিয়োগ পেলে আরো সেবার মান বৃদ্ধি পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।