৮মাস ২১ দিনে হাফেজ হলেন কুরতুবী মাদরাসার ছাত্র হুমাইদ

Spread the love

স্টাফ রিপোর্টার : মাত্র ৮মাস ২১ দিনে হাফেজ হলেন কুরতুবী মাদরাসার ছাত্র হুমাইদ হাসান নুরাজ। তার বয়সও ৮ বছর। সে কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসা সিটি ক্যাম্পাসের ছাত্র।

মঙ্গলবার বিকেলে মাদরাসার আকুরটাকুর নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত পবিত্র কুরআন হিফয সমাপন ছবক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেয়া হয়।


কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসা সিটি ক্যাম্পাসের প্রধান শিক্ষক মামুন গাজী জানান, গত বছরের জানুয়ারিতে তাদের শাখায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয় হুমাইদ হাসান নুরাজ। চলতি বছরের মার্চের দিকে সে হিফয বিভাগে ভর্তি হয়। ছুটির দিন বাদে সে মাত্র আট মাস ২১ দিনে হিফয সম্পন্ন করে। হুমাইদ হাসান নুরাজের মেধা অত্যন্ত ভালো। হুমাইদ হাসান নুরাজের বাবা ব্যাংক কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ফুল কুমরা। চাকরিজনিত কারণে তিনি টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া বাসা ভাড়া নিয়ে থাকেন। কুরতুবী মাদরাসার প্রশংসা শুনে তিনি তার সন্তানকে ভর্তি করান। ছেলের সাফল্যে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, এ অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়। হাফেজ হুমাইদ হাসান নুরাজ বলেন, আমার খুব ভালো লঅগছে। স্যাররা আমাকে যেভাবে শিখতে বলেছেন আমি সেভাবেই শিখেছি।


ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুরতুবী মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশীদ খান। সভাপতিত্ব করেন কুরতুবী মাদরাসার পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক শামসুজ্জাহিদ, সেন্ট্রাল মুক্তা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান কল্লোল।

ছবক প্রদান করেন- কুরতুবী মাদরাসা টাঙ্গাইলের হিফয বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা ইমাম উদ্দিন আকন্দ।

সঞ্চালনায় ছিলেন কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসা সিটি ক্যাম্পাসের প্রধান শিক্ষক মামুন গাজী।


কুরতুবী মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, কুরতুবী মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য শিক্ষার্থী হাফেয হয়েছে। কিন্তু হুমাইদ হাসান নুরাজ প্রথম এতো অল্প সময়ে হিফয সম্পন্ন করেছে। এজন্য আমরা কুরতুবী পরিবারের সবাই মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।